সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী
copied under copyright licences. You may not copy or distribute any part of this material to any
other person. Where the material is provided to you in electronic format you may download or
print from it for your own use. You may not download or make a further copy for any other
purpose. Failure to comply with the terms of this warning may expose you to legal action for
copyright infringement or disciplinary actions as per Section 107, Copyright Act 1976.
একটা দৃশ্যকল্পের কথা ভাবা যায়। একদা নির্বাচিত প্রধানমন্ত্রী প্রবল প্রতাপে দেশ শাসন করেছেন বছরের পর বছর। একটি অভ্যুত্থানে তাঁর পতন হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। তাঁকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। যেতে যেতে তিনি ভাবছেন—কী তাঁর অপরাধ! তাঁর এই ভাবনার প্রতিফলন দেখি এক ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের লেখায়। তাঁর ‘দ্য প্যাট্রিয়ট’ কবিতাটি একটি বার্তা দেয়—একজন দেশপ্রেমিক একদিন প্রশংসিত হলেও পরদিন তার পতন হতে পারে।
কবিতাটির একটি অংশের সরল বাংলা অনুবাদ এ রকম :
‘বৃষ্টির জলে ভিজে আমি বধ্যভূমির পথে ধাবিত, শক্ত রশি দিয়ে পিছমোড়া করে বাঁধা হাত দুটো কেটে যাচ্ছে বুঝি, অনুমান করছি বুঝিবা কপাল থেকেও রক্ত ঝরছে, যার ইচ্ছা হচ্ছে সে-ই পাথর ছুড়ে মারছে আমাকে লক্ষ্য করে, এক বছরে এ–ই আমার কর্মফল।
এমনই আমার আগমন আর নির্গমন! এমনই আমার এক বছরের কর্মের পরিণাম।
